প্রবল বিক্ষোভের মধ্যে সেনার অভিযান, লুঠপাট ও ভাঙচুরের সঙ্গে জড়িত ২৬ জনকে আটক

নেপালে ভাঙচুর ও লুঠের অভিযোগে ২৬ জনকে আটক করল সেনাবাহিনী।

author-image
Tamalika Chakraborty
New Update
kathmandu airport protest

নিজস্ব সংবাদদাতা: নেপালের সেনাবাহিনী বুধবার জানিয়েছে, চলমান যুবনেতৃত্বাধীন বিক্ষোভে লুটপাট ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে সেনারা বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে।

মঙ্গলবার রাত ১০টা থেকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর হাতে আসে। তার আগে কয়েকদিন ধরে চলা সহিংস বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে ১৯ জন প্রাণ হারান। এর জেরে মঙ্গলবারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি (৭৩)।

সেনার বিবৃতিতে জানানো হয়, কাঠমান্ডু ও ভক্তপুর জেলায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। এর মধ্যে পাঁচজনকে ধরা হয়েছে নিউ বানেশ্বর এলাকায় একটি ব্যাংক লুটের অভিযোগে, আর বাকি ২১ জনকে আটক করা হয়েছে বৌদ্ধ এলাকায় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে।

nepal army

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “অপরাধী গোষ্ঠীগুলো শান্তিপূর্ণ আন্দোলনকে ছিনতাই করেছে এবং লুটপাট, অগ্নিসংযোগসহ নানান বেআইনি কাজে জড়িয়ে পড়েছে।”

প্রধানমন্ত্রী পদত্যাগের পর সেনাবাহিনীর এই পদক্ষেপকে অনেকেই নেপালের রাজনৈতিক অস্থির পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি কঠোর মোড় ঘোরানো সিদ্ধান্ত হিসেবে দেখছেন।