/anm-bengali/media/media_files/2025/12/01/neil-halley-2025-12-01-19-12-55.png)
নিজস্ব সংবাদদাতা: ‘নেপো বেবি’ এবং ‘বিগড়ে যাওয়া ছেলে’—এই তকমার কড়া জবাব দিলেন Nalin Haley। তিনি স্পষ্ট জানিয়েছেন, জীবনে এগোতে বাবা-মায়ের থেকে কোনও সাহায্য নেননি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে নালিন লেখেন, তিনি সহ-আমেরিকানদের জন্য কথা বলছেন বলেই তাঁকে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে Gen Z প্রজন্মের সমস্যাগুলি তুলে ধরার কারণেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁর।
প্রসঙ্গত, এক রাজনৈতিক কর্মী Olivia Julianna নালিনকে ‘নেপো বেবি’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি ছিল, নালিন টিভিতে এলেই ‘বিগড়ে যাওয়া ধনী সন্তানের’ মতো আচরণ করেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি নিজে কোনও পারিবারিক প্রভাব ছাড়াই নিজের জায়গা তৈরি করেছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/01/nikki-haley-2025-12-01-19-14-14.png)
এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন নালিন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি লেখেন, “লোভী কর্পোরেটদের বিরুদ্ধে কথা বলা, বন্ধুদের জন্য চাকরি, সস্তায় জীবনযাপন আর নিরাপত্তা চাওয়াটা কি ‘বিগড়ে যাওয়া’ হওয়ার লক্ষণ? আমি বাবা-মায়ের থেকে এক বিন্দুও সাহায্য পাইনি। আমার পেশা কী, সেটাও না জেনেই ধরে নেওয়া হচ্ছে সবকিছু পরিবার থেকে পেয়েছি।”
উল্লেখ্য, নালিন একজন ২৪ বছরের ফিনান্স প্রফেশনাল এবং তিনি প্রাক্তন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নেত্রী Nikki Haley-এর পুত্র। এই বিতর্ক ঘিরে মার্কিন রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us