ভারত সত্যি কথা সহ্য করতে পারে না! তীব্র আক্রমণ ট্রাম্পের সঙ্গীর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো বলেন, ভারত সত্যি কথা সহ্য করতে পারে না। ঘুরিয়ে কথা বলে।

author-image
Tamalika Chakraborty
New Update
hostage picture a

নিজস্ব সংবাদদাতা: ভারতের বিরুদ্ধে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো। রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রসঙ্গ টেনে তিনি দিল্লির বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেন। দাবি করলেন— ভারত নাকি কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনছে, আর সেই অর্থ সরাসরি পৌঁছে যাচ্ছে মস্কোর যুদ্ধযন্ত্রে।

নাভারো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “FACTS: ভারতের অতিরিক্ত শুল্ক আমেরিকার চাকরি খেয়ে নিচ্ছে। ভারত রাশিয়ার তেল শুধু মুনাফার জন্য কেনে। সেই রাজস্ব রাশিয়ার যুদ্ধকে টিকিয়ে রাখে। ইউক্রেনিয়ান আর রুশ নাগরিক মরছে, অথচ আমেরিকার ট্যাক্সপেয়াররা খরচ দিচ্ছে। ভারত সত্যি সহ্য করতে পারে না, ঘুরিয়ে কথা বলে।”

trump

তাঁর এই আক্রমণ আসে ঠিক তখনই, যখন তাঁর বস ডোনাল্ড ট্রাম্প ভারত সম্পর্কে তুলনামূলক নরম মন্তব্য করেছিলেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত বছর পর চীনের সফরে গিয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে যোগ দিয়েছেন এবং সেখানে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

এই অবস্থায় নাভারোর ধারালো মন্তব্য আবারও কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে।