/anm-bengali/media/media_files/2025/09/23/nato-a-2025-09-23-18-52-31.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইউরোপের ছোট্ট দেশ মোল্দোভা ঘিরে তৈরি হচ্ছে ভয়াবহ অশান্তির আবহ। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক দাবি করেছে, ন্যাটোর সেনারা ইতিমধ্যেই প্রস্তুত এবং প্রথম দফায় তাদের একটি বাহিনী ইউক্রেনের ওডেসা অঞ্চলে নামার তোড়জোড় শুরু করেছে। অর্থাৎ, মোল্দোভাকে ঘিরে ইউরোপে তৈরি হচ্ছে নতুন যুদ্ধের মঞ্চ।
এরই মধ্যে মোল্দোভা প্রশাসন ৭৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাশিয়ার মদতে দেশে বৃহৎ গণ-অভ্যুত্থানের ষড়যন্ত্র করছিল। এই গ্রেপ্তারি ঘটেছে একেবারে ভোটের আগে। ২৮ সেপ্টেম্বর মোল্দোভায় অনুষ্ঠিত হবে আইনসভা নির্বাচন। ১০১ আসনের এই পার্লামেন্ট নির্বাচনকে ঘিরেই রাশিয়ার প্রভাব, ভোট কারচুপির অভিযোগ এবং পুতিনের গোপন পরিকল্পনা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/10/nato-fighter-jets-2025-09-10-08-03-04.jpg)
আন্তর্জাতিক মহল মনে করছে, এই নির্বাচন মূলত একটি দ্বিমুখী লড়াই — মোল্দোভা কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একাত্ম হবে, নাকি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে।
এদিকে, রুশ সংবাদ সংস্থা টাস আরও বড় দাবি করেছে। তাদের মতে, ন্যাটোর সেনারা ইতিমধ্যেই রোমানিয়ার মোল্দোভা সীমান্তের কাছে নামিয়েছে সৈন্য এবং ওডেসায়ও তাদের নামার পরিকল্পনা তৈরি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us