/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূল থেকে গভীর সমুদ্রে বুধবার ভোরে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গোটা রুশ পূর্বাঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮, যা এই শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূকম্পনের মধ্যে পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৭৪ কিলোমিটার নিচে ঘটেছে।
প্রচণ্ড কম্পনের প্রভাব অনুভূত হয়েছে সেভেরো-কুরিলস্ক, পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি এবং সাখালিন অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। আতঙ্কে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কম্পনের পর বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং জনজীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা।
ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ ফার ইস্ট জুড়ে পরপর ১৪টিরও বেশি শক্তিশালী আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর আফটারশকটি ছিল রিখটার স্কেলে ৬.৯ মাত্রার, যা পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কির দক্ষিণ-পূর্বে ১৪৭ কিলোমিটার দূরে আঘাত হানে। অন্য একটি ৬.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয় ভিলুচিনস্কের ১৩১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/30/tsunami-2025-07-30-07-31-14.jpg)
ইউএসজিএস-এর তত্ত্বাবধানে থাকা ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টার (NEIC) জানিয়েছে, এটি “আঞ্চলিক টেকটোনিক অস্থিতিশীলতার” একটি উদাহরণ, যা সাধারণত প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’ অঞ্চলে সাবডাকশন জোনগুলিতে দেখা যায়।
এই ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও নিশ্চিত তথ্য মেলেনি, তবে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। রুশ ভূতাত্ত্বিক দফতরের আশঙ্কা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও বড়সড় কম্পন হতে পারে, কারণ পার্শ্ববর্তী ফল্ট লাইনের উপর চাপ এখনো পুরোপুরি মুক্ত হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us