মাউন্ট এটনার আগ্নুৎপাতে তাণ্ডব! পর্যটকদের প্রাণভয়ে দৌড়

পর্যটকদের স্রোতের মধ্যেই আগ্নেয়গিরি মাউন্ট এটনা হঠাৎই অগ্নুৎপাত।

author-image
Tamalika Chakraborty
New Update
ount etna

নিজস্ব সংবাদদাতা: ইতালির বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট এটনা হঠাৎই অগ্নুৎপাত ঘটিয়েছে। আগুন, ধোঁয়া ও ছাই ভেসে উঠেছে আকাশে। প্রবল বিস্ফোরণে চারদিক ঢেকে যায় ঘন ছাইয়ে। হঠাৎ এই অগ্নুৎপাত পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়।

mount etna

পর্যটকরা আতঙ্কে দৌড়ে নিচে নামেন পাহাড় থেকে। অনেকেই ছুটে পালানোর চেষ্টা করেন, কেউ কেউ চিৎকার করেন আতঙ্কে।

মাউন্ট এটনা বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। এরকম হঠাৎ অগ্নুৎপাত যদিও মাঝে মাঝেই ঘটে, তবে এবারের ঘটনা বিশেষভাবে ভয়ংকর বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন পর্যন্ত প্রাণহানির খবর নেই, তবে পরিস্থিতি নজরে রাখছে প্রশাসন।