খাদ্য আছে, ওষুধ আছে—তবু মারা যাচ্ছে গাজার মানুষ! মানবিক সহায়তায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিশ্ব নেতাদের একজোট দাবি!

গাজায় ক্ষুধায় একের পর এক শিশুর মৃত্যু প্রকাশ্যে আসতে শুরু করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
gaza hungry

নিজস্ব সংবাদদাতা: গাজায় ক্ষুধার করাল গ্রাস, ১০০-র বেশি আন্তর্জাতিক সংগঠনের একজোট দাবি—চিরস্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সহায়তায় নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করুন

গাজা উপত্যকায় দুর্ভিক্ষের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে লাখো মানুষের জীবন। এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বজুড়ে ১০০-রও বেশি মানবাধিকার ও ত্রাণ সহায়তাকারী সংস্থা বুধবার এক যৌথ বিবৃতিতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

মার্সি কর্পস, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, রিফিউজিস ইন্টারন্যাশনালসহ ১১১টি আন্তর্জাতিক সংগঠনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বর্তমানে এক নজিরবিহীন মানবিক সংকট চলছে—যেখানে হাজার হাজার মানুষ অনাহারে ভুগছে, শিশুদের জীবন হুমকির মুখে।

Gaza

সংস্থাগুলোর অভিযোগ, গাজার সীমান্তে টনকে টন খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আটকে রয়েছে, অথচ তা সরবরাহে বাধা দিচ্ছে প্রশাসনিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা। মানবিক সহায়তা দেওয়ার অনুমতি না থাকায় লক্ষাধিক জীবন রক্ষা করা যাচ্ছে না।

এই সংগঠনগুলোর দাবি, মানবিক কাজের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তাদের দাবি—একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে এবং মানবিক সহায়তায় থাকা সব রকমের বিধিনিষেধ অবিলম্বে তুলে দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এই সংকট এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক বিবেকের কাছে বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন উঠছে—মানবতার কাছে কি এখনো মূল্যবোধ বড়, নাকি রাজনীতি?