/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্ক মেয়র পদের প্রার্থী জোহারন মামদানি সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত নেতাদের কড়া সমালোচনার মুখে পড়েছেন। অভিযোগ, তিনি নির্বাচনী প্রচারে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছেন। নিউ ইয়র্কের শিখ সম্প্রদায়ের নেতা জসপ্রীত সিং তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন যে মামদানি ইচ্ছাকৃতভাবে হিন্দু ও মুসলিমদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন।
অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ জেনিফার রাজকুমার অভিযোগ করেন, “যেখানে অপরাধ ও আবাসন সংকট নিউ ইয়র্কের বড় সমস্যা, সেখানে মামদানি বিভাজনমূলক ভাষা ব্যবহার করে আসল ইস্যুগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছেন।”
এই সমালোচনার সূত্রপাত হয় তখন, যখন মামদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হন এবং তাঁকে ২০০২ সালের গুজরাট দাঙ্গা প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেন।
/anm-bengali/media/media_files/2025/05/27/iDv2UgSdIfm7jUsRbIS4.jpg)
জোহারন মামদানি হলেন ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের পুত্র। তাঁর জন্ম উগান্ডার কামপালায় হলেও ছোটবেলায় পরিবারসহ নিউ ইয়র্কে চলে আসেন। তাঁর পিতা মাহমুদ মামদানি উগান্ডার নাগরিক হলেও পারিবারিক শিকড় ভারতের গুজরাটে।
এই ঘটনার পর, নিউ ইয়র্কের ভারতীয় ডায়াসপোরার একাংশ তাঁর প্রচারাভিযানে "ধর্মীয় মেরুকরণ" ও “বিদ্বেষমূলক রাজনৈতিক লাভের চেষ্টা”র অভিযোগ তুলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us