ভোট দেওয়ার পর কাঁদলেন নেত্রী, কিছু ঘণ্টার মধ্যেই মৃত্যু! কী ঘটেছিল সেই দিন?

কেন খুন হতে হল আমেরিকার আইনপ্রণেতা ও তাঁর স্বামীকে?

author-image
Tamalika Chakraborty
New Update
minnesota lawmake

নিজস্ব সংবাদদাতা: মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধি মেলিসা হর্টম্যান শনিবার বন্দুকবাজের হামলায় স্বামীর সঙ্গে নিহত হন, আর তার কিছু ঘণ্টা আগেই একটি বিতর্কিত ভোটের কারণে তাঁকে কাঁদতে দেখা যায় সংবাদমাধ্যমের সামনে।

ডেমোক্র্যাট দলের হর্টম্যান একমাত্র আইনপ্রণেতা যিনি রিপাবলিকানদের সঙ্গে মিলে একটি বিলের বিরোধিতা করেন— বিলটি প্রাপ্তবয়স্ক অবৈধ অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিল।

minnesota

এই সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, যা তাঁর চোখের জল থেকেই স্পষ্ট বোঝা যায়। সাংবাদিক সম্মেলনে হর্টম্যান কাঁদতে কাঁদতে বলেন, "নেতারা যা করেন, আমিও তাই করেছি। আমি Minnesotans-দের জন্য দায়িত্ব নিয়ে কাজ করেছি।"

এই সাহসী সিদ্ধান্তের কিছু ঘণ্টা পরই তাঁর ও তাঁর স্বামীর মৃত্যু সংবাদ শোকের ছায়া ফেলে পুরো মিনেসোটাজুড়ে।