বারাকের সঙ্গে সম্পর্ক কি শেষ? মিশেল ওবামা দিলেন স্পষ্ট উত্তর!

বিবাহ বিচ্ছেদ নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

author-image
Tamalika Chakraborty
New Update
michelle obama

নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্প্রতি তাদের দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুজব নিয়ে রসিকতা করেছেন।  পডকাস্টে র‌্যাচেল মার্টিনের সঙ্গে এক সাক্ষাৎকারে মিশেল জানান, সামাজিক মাধ্যমে স্বামী বারাক ওবামার সঙ্গে ঘন ঘন ছবি বা ‘ডেট নাইট’-এর পোস্ট না করাই এই গুজবের কারণ।

তিনি বলেন, “লোকজন যখন আমাকে ও বারাককে ডেটে যেতে বা একসঙ্গে কোথাও দেখেন না, তখনই ধরে নেন আমাদের সম্পর্কে ফাটল ধরেছে। আমরা এখন ৬০-এ, প্রতিটি মুহূর্ত ইনস্টাগ্রাম করার দরকার কী?”

obama.jpg

মিশেল আরও জানান, তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে কিছু বড় অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ এবং জিমি কার্টারের শেষকৃত্য। অনেকেই তাঁর এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেও মিশেল বলেন, এটা তাঁর আত্মসম্মান ও নিজের জন্য সময় বের করার সিদ্ধান্ত।

“এই বছর আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব, শেষকৃত্য, শপথগ্রহণ ইত্যাদি ‘যেতে হবে’-জাতীয় অনুষ্ঠান এড়িয়ে যাব। এটা ছিল আমার নিজের ইচ্ছের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত—যেটা অন্যরা আমার জন্য ঠিক করে দেয়নি,” বলেন মিশেল।