বিচারের অধিকার খর্ব করা হচ্ছে! ফের বেলজিয়াম আদালতের দ্বারস্থ মেহুল চোকসি

বিচারের অধিকার খর্ব করার অভিযোগে বেলজিয়াম আদালতের দ্বারস্থ মেহুল চোকসি।

author-image
Tamalika Chakraborty
New Update
india-requests-for-mehul-choksi-s-extradition-1744600482566-16_9

নিজস্ব সংবাদদাতা: বেলজিয়ামের আদালতে ধাক্কা খাওয়ার পর ফের নতুন জামিনের আবেদন জানালেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। তাঁর অভিযোগ, গ্রেপ্তারির সময় বেলজিয়াম প্রশাসন তাঁর মৌলিক অধিকার এবং সুবিচারের অধিকার লঙ্ঘন করেছে। সেই কারণ দেখিয়ে এবার আদালতের কাছে দ্রুত মুক্তির আবেদন জানিয়েছেন তিনি।

সম্প্রতি বেলজিয়ামে গ্রেপ্তার হন ২০১৮ সালের ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত এই ব্যবসায়ী। তাঁকে ভারতে ফেরানোর জন্য প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছে ভারত সরকার। তবে গ্রেপ্তারির পর থেকে একের পর এক আবেদনে আদালতের দ্বারস্থ হচ্ছেন চোকসি।

শুরুতে অসুস্থতার কারণ দেখিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুমতি চেয়েছিলেন তিনি। এমনকি শরীরে জিপিএস ট্র্যাকার পরার কথাও জানান। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর নতুন আবেদন করে জানান, তাঁর গ্রেপ্তারি আইনসম্মত নয় এবং তা তাঁর মৌলিক অধিকার হরণ করেছে। এখনও পর্যন্ত এই নতুন আর্জির শুনানি শুরু হয়নি।

MEHUL

প্রসঙ্গত, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির পর থেকেই দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন চোকসি। অ্যান্টিগা, বারবুডা ও ডমিনিকায় আত্মগোপন করেছিলেন তিনি। ২০২১ সালে ডমিনিকা থেকে কিউবা পালানোর সময় ধরা পড়লেও বারবার নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। সবশেষে বেলজিয়ামে তাঁকে গ্রেপ্তার করা হয়। এখন দেখার, অবশেষে কি তাঁকে ভারতে ফেরানো সম্ভব হবে?