নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে মরিশাসের উদ্দেশে যাত্রা করেছেন। এই মরিশাসের উপ-বিদেশমন্ত্রী হাম্বিরাজেন নরসিংহেন বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী ১০ বছরেরও বেশি সময় পর মরিশাস আসছেন। তাঁর শেষ সফর ছিল ২০১৫ সালে। তাই আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। মরিশাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত সম্মানিত বোধ করব। ভারত আমাদের জন্য অনেক ক্ষেত্রেই একটি আদর্শ। এত বছর ধরে ভারত মরিশাসের মিত্র দেশ হিসেবে পরিচিত। নতুন সরকার হিসেবে, আমরা মরিশাস এবং ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ককে আরও সুসংহত করতে চলেছি। আমরা মরিশাস ও ভারতের বাণিজ্যিক সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা করব।"
/anm-bengali/media/media_files/2024/10/29/Q5skFSufvEED3vYEw7ac.jpg)