শরিফ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ! পাকিস্তান থেকে মুক্ত হতে চাইছে POK?

শাহবাজ সরকারের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
pok protest


নিজস্ব সংবাদদাতা: পাক অধিকৃত গিলগিট-বালতিস্তানে ফুঁসে উঠেছে জনতা। টানা তিনদিন ধরে বিক্ষোভে উত্তাল এলাকা। কেন্দ্রের শাহবাজ শরিফ সরকারকে নিশানা করে রাস্তায় নামছেন হাজার হাজার বাসিন্দা। বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডরের মুকুট রত্ন করাকোরাম হাইওয়ে।

এই গুরুত্বপূর্ণ সড়কপথের উপর সম্পূর্ণ যান চলাচল থমকে গেছে। জনরোষ এমন জায়গায় পৌঁছেছে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন খোদ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতারাও। এক নেতার মন্তব্য, "জঙ্গিদের তো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, অথচ ব্যবসায়ীদের জন্য কোনও সাহায্যই নেই।"

pok

পাক অধিকৃত কাশ্মীরের অংশ গিলগিট-বালতিস্তানে এই ঘটনা নতুন করে আলোচনায় এনেছে চীন-পাকিস্তান করিডর প্রকল্পের ভিত কতটা নড়বড়ে তা। টানা অবরোধে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান সরকার।