আজব কাণ্ড পাকিস্তানে! লুঠ হয়ে গেল আস্ত একটা অফিস

পাকিস্তানের ইসলামাবাদে একটা অফিস থেকে ব্যাপক লুঠ করা হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan office looth

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের ইসলামাবাদে একটি অবৈধভাবে পরিচালিত কলসেন্টারে অভিযান চালায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA)। অভিযোগ, ওই কলসেন্টারটি প্রতারণার মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং এর নেপথ্যে ছিলেন চীনের কিছু নাগরিক। তবে এফআইএ-র অভিযানের পর পরিস্থিতি রীতিমতো বিশৃঙ্খল হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামাবাদের সেক্টর-১১-এ অবস্থিত ওই কলসেন্টারে এফআইএ হানা দিতেই স্থানীয়রা সেখানে ভিড় জমাতে শুরু করেন। তদন্তকারীরা ভিতরে ঢোকার পরই উত্তেজিত জনতা হুড়মুড় করে ঢুকে পড়ে এবং ল্যাপটপ, মনিটর, ডেস্কটপের মতো দামি জিনিসপত্র লুঠ করতে শুরু করে। এমনকি, কেউ কেউ কী-বোর্ড ও অফিসের আসবাবপত্রও নিয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ব্যাগভর্তি ল্যাপটপ, মনিটর নিয়ে লোকজন দৌড়ে বেরিয়ে আসছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তবে অভিযানের সময় কিছু অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলেও জানা গেছে।

pakistannn

উল্লেখ্য, পাকিস্তানে এমন লুঠের ঘটনা নতুন কিছু নয়। গত বছর সেপ্টেম্বরে সদ্য চালু হওয়া একটি মলে একই ধরনের লুঠপাটের ঘটনা ঘটেছিল, যেখানে কয়েকশো মানুষ একসঙ্গে ঢুকে পোশাক ও অন্যান্য সামগ্রী লুঠ করে পালিয়ে যায়।

বর্তমানে এফআইএ এই ভুয়ো কলসেন্টারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।