সুনামির আশঙ্কা! কামচাটকার উপকূলে ভয়াল ভূমিকম্প, কড়া নজরদারিতে কর্তৃপক্ষ

রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প। দেখা দিয়েছে সুনামির আশঙ্কা।

author-image
Tamalika Chakraborty
New Update
earthquake-165333220-16x9_0


নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শনিবার ভোরে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (US Geological Survey) জানিয়েছে, এই ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। এত বড় মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এই একই এলাকায় এর আগে জুলাই মাসে আরও ভয়ঙ্কর ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে এবং পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। তখন জাপান, যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপ রাষ্ট্র সরাসরি বিপদের মুখে পড়ে।

Delhi-Earthquake-Timing

ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছিল, জুলাই মাসের ওই ভূমিকম্প ছিল গত ১৪ বছরে বিশ্বের সবচেয়ে বড় এবং ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প। এর আগে সর্বশেষ এত ভয়াল কম্পন হয়েছিল ২০১১ সালে জাপানে, যখন ৯.১ মাত্রার ভূমিকম্পে সুনামি আঘাত হানে এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়।

শনিবারের এই নতুন ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর আবারও সুনামির আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় আছে। এখনো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি, তবে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ ভয়াল রূপ নিতে পারে।