নোবেল পুরস্কার কি ফাঁস হয়ে গেল? গুপ্তচরবৃত্তির অভিযোগে বিতর্কে নোবেল কমিটি

নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা আগেই তথ্য ফাঁসের আশঙ্কা! মারিয়া কোরিনা মাচাদোকে নিয়ে অনলাইনে বেটিং বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ নোবেল ইনস্টিটিউটের।

author-image
Tamalika Chakraborty
New Update
achado

নিজস্ব সংবাদদাতা: নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে থেকেই চাঞ্চল্য। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বিজেতার নাম ঘোষণা হলেও, তার আগের রাতেই অনলাইনে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যায়।

জনপ্রিয় অনলাইন প্রেডিকশন মার্কেট ‘পলিমার্কেট’-এ হঠাৎ করেই বাড়তে শুরু করে বাজি। ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর নামে বেটিংয়ের পরিমাণ বেড়ে যায় আশঙ্কাজনক হারে। রাত গড়াতেই তাঁর জয়ের সম্ভাবনা ৭৩ শতাংশ ছাড়িয়ে যায়। অথচ ঘোষণার আগে পর্যন্ত কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা বিশেষজ্ঞের তালিকাতেই মাচাদোর নাম ছিল না। এই হঠাৎ উত্থানেই সন্দেহের পারদ চড়িয়েছে নোবেল ইনস্টিটিউট।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, এই অস্বাভাবিক কার্যকলাপ “গুপ্তচরবৃত্তির ফল” হতে পারে। ইনস্টিটিউটের এক মুখপাত্র বলেছেন, “ঘোষণার আগেই যদি এমন নির্ভুল পূর্বাভাস দেখা যায়, তাহলে নিশ্চিতভাবে কোথাও থেকে গোপন তথ্য ফাঁস হয়েছে বলে মনে হয়।”

রাত ১২টার পর কিছু সময়ের জন্য রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা আলেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার সম্ভাবনাও খানিকটা বেড়ে গিয়েছিল। কিন্তু ভোর ৩টার পর থেকেই আবার মাচাদোর নামই বাজির তালিকার শীর্ষে উঠে আসে — এবং সেখানেই স্থির থাকে সকাল পর্যন্ত, যতক্ষণ না সরকারি ভাবে নোবেল বিজেতার নাম ঘোষণা করা হয়।

nobel prize peace

এই ঘটনার পর প্রশ্ন উঠছে, নোবেল পুরস্কারের মতো মর্যাদাপূর্ণ প্রক্রিয়াও কি তথ্য ফাঁস ও সাইবার গুপ্তচরবৃত্তির কবলে পড়েছে?

অনেকের মতে, ক্রিপ্টো-নির্ভর প্রেডিকশন মার্কেট ‘পলিমার্কেট’-এর স্বচ্ছতা নিয়েও তদন্ত হওয়া উচিত। কারণ এই প্ল্যাটফর্মের বেটিং-ডেটা প্রায়ই বাজারের আসল খবরের আগেই কিছু ইঙ্গিত দেয় — যা আর্থিক ও রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল হতে পারে।

নোবেল কমিটি এখন পুরো ঘটনার উৎস খুঁজে বের করতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করেনি মাচাদো বা তাঁর দল।