লাইনে লাশ! ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল ইউরোপ—জানুন কীভাবে ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা!

জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গিয়েছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2


নিজস্ব সংবাদদাতা: জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাডেন-ভুর্টেমবার্গ রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে বেশ কয়েকজন এবং আহত হয়েছে অনেক যাত্রী। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিপর্যয়কর এই ঘটনা ঘটে বিবারাখ জেলায় যা ফ্রান্স সীমান্তের কাছাকাছি।

জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, একটি আঞ্চলিক এক্সপ্রেস ট্রেন সিগমারিংগেন থেকে উল্ম যাওয়ার পথে লাইনচ্যুত হয়। স্টুটগার্ট ফেডারেল পুলিশের একজন মুখপাত্র জানান, “ডয়েচে বান-এর আঞ্চলিক এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়েছে।”

germany train accident

দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে চলে ব্যাপক অভিযান। স্থানীয় ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে যাত্রীদের বের করার চেষ্টা করছেন, চারদিকে ছড়িয়ে পড়েছে আর্তচিৎকার—যা বোঝাচ্ছিল মুহূর্তের মধ্যেই কীভাবে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক ও বিশৃঙ্খলা।

এখনো উদ্ধার অভিযান চলছে, এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনা গোটা জার্মানিতে শোকের ছায়া ফেলেছে।