নিউ ইয়র্কের গুলি কাণ্ডে সামনে এল সুইসাইড নোট! ফুটবল খেলেই মৃত্যু, লিখে গেলেন বন্দুকবাজ!

নিউ ইয়র্কে বন্দুবাজের বিস্ফোরক সুইসাইড নোট।

author-image
Tamalika Chakraborty
New Update
new york shooter

নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্ক সিটির এনএফএল (NFL) সদর দফতরে সোমবার ভয়াবহ বন্দুকবাজির ঘটনায় অভিযুক্ত শ্যেন ডেভন তামুরা (২৭), যিনি লাস ভেগাসের বাসিন্দা, আত্মহত্যার আগে একটি চাঞ্চল্যকর চিঠি লিখে গেছেন। সেই চিঠিতে ফুটবল খেলার জন্য নিজের মস্তিষ্কের মারাত্মক ক্ষতির কথা লিখে রেখে গেছেন তিনি।

তামুরার লেখা চিঠি উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। সিএনএন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সেই তিন পাতার চিঠিতে লেখা ছিল — “টেরি লংয়ের মতো আমিও ফুটবল খেলেই CTE-তে আক্রান্ত হয়েছি। তাই আমি এক গ্যালন অ্যান্টিফ্রিজ পান করেছি। NFL-এর বিরুদ্ধে কিছু বললে তারা তোমাকে মাটিতে মিশিয়ে দেবে। আমার মস্তিষ্কটি পরীক্ষা করো, দয়া করে। আমি দুঃখিত। রিককে বলে দিও আমি সবকিছুর জন্য ক্ষমা চেয়েছি।”

Crime

প্রসঙ্গত, টেরি লং ছিলেন পিটসবার্গ স্টিলার্স দলের একজন খেলোয়াড়, যিনি CTE-তে আক্রান্ত হয়ে ২০০৫ সালে আত্মঘাতী হন এবং তিনিও অ্যান্টিফ্রিজ পান করে মৃত্যু বরণ করেন। তামুরাও দাবি করেছেন, তিনি ছোটবেলা থেকে প্রতিযোগিতামূলক ফুটবল খেলতেন এবং সেই কারণেই তার মস্তিষ্কে গুরুতর ক্ষতি হয়েছে।

চিকিৎসা বিজ্ঞানে CTE বা Chronic Traumatic Encephalopathy হল এক ধরনের ধীরগতির কিন্তু মারাত্মক নিউরোলজিক্যাল অবস্থা, যা মূলত ধারাবাহিকভাবে মাথায় আঘাত পেলে দেখা দেয়। খেলোয়াড়দের মধ্যে বিশেষ করে আমেরিকান ফুটবলারদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়।

শ্যেন তামুরার আত্মহত্যার ঘটনা ও চিঠি নতুন করে NFL-এর ভূমিকা ও ফুটবল সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।