নিজস্ব সংবাদদাতা: ইরানের সামরিক নেতৃত্বে বড়সড় রদবদল ঘটল। দেশের নিয়মিত সেনাবাহিনীর প্রধান কমান্ডারের পদে নিয়োগ পেলেন মেজর জেনারেল আমির হাতামি। এই নিয়োগের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ সায়্যেদ আলি খামেনেই।
শুক্রবার আনুষ্ঠানিক ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খামেনেই জানিয়েছেন, মেজর জেনারেল হাতামির "নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতাই" তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে বসানোর পেছনে প্রধান কারণ।
উল্লেখ্য, হাতামি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করেছেন। সেই সময়ে তিনি দেশের সামরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন যখন গোটা অঞ্চল জুড়ে যুদ্ধের আবহ, তখন নিয়মিত সেনাবাহিনীর নেতৃত্বে এমন অভিজ্ঞ একজন কর্মকর্তাকে বসানো কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us