“আমি গণহত্যার বিরোধী”—স্লোগানে উত্তাল পার্লামেন্ট স্কোয়ার, প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে জনতার ঢল

প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার পরেই লন্ডনের রাস্তায় জনতার বিক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
london arrest

নিজস্ব সংবাদদাতা: লন্ডনে শনিবার যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ল জনতা, আর তাতে গ্রেপ্তার হলেন ৪৬৬ জনেরও বেশি মানুষ—এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশ। সরকার গত জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশন নামের সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে, ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার পর। এই পদক্ষেপের পেছনে কারণ হিসেবে জানানো হয়, সংগঠনের কয়েকজন সদস্য রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে অনধিকার প্রবেশ করে বিমানে ক্ষতি সাধন করেছিলেন, যা ছিল ধারাবাহিক বিক্ষোভের অংশ।

london police

অন্যদিকে, প্যালেস্টাইন অ্যাকশন অভিযোগ করে বলেছে, যুক্তরাজ্য সরকার গাজায় ইসরায়েলের কথিত যুদ্ধাপরাধে সহযোগিতা করছে। এই নিষেধাজ্ঞার প্রতিবাদেই শনিবারের এই উত্তাল বিক্ষোভ।

পার্লামেন্ট স্কোয়ারে, সংসদ ভবনের সামনে, কালো-সাদা প্যালেস্টাইনি স্কার্ফ পরে ও প্যালেস্টাইনি পতাকা হাতে হাজারো মানুষ জড়ো হয়। “হ্যান্ডস অফ গাজা” স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড—যাতে লেখা, “আমি গণহত্যার বিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে।” সমাবেশে আবেগ, ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ একসাথে মিশে গিয়েছে।