ইন্ডিয়ান অ্যারোমা রেস্তরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড— আতঙ্কে লন্ডনের বাঙালি ও ভারতীয় মহল

লন্ডনে ভারতীয় রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় দু জনের অবস্থা আশঙ্কা জনক।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: লন্ডনের ইলফোর্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড কাঁপিয়ে দিল ভারতীয় রেস্তরাঁ। শুক্রবার রাতে গ্যান্টস হিলের ‘ইন্ডিয়ান অ্যারোমা’ রেস্তরাঁয় আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় এক কিশোরসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, গুরুতর দগ্ধদের মধ্যে এক পুরুষ ও এক মহিলা এখনো সংকটজনক অবস্থায় আছেন।

fire london

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুখোশ পরা কয়েকজন দুষ্কৃতী আচমকা রেস্তরাঁয় ঢুকে মেঝেতে দাহ্য তরল ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই ভয়াবহ আগুনে রেস্তরাঁটি গ্রাস করে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হামলা।

রেস্তরাঁয় আগুন লাগার সময় সেখানে কয়েকজন খদ্দের খাবার খাচ্ছিলেন। তাঁদেরই পাঁচজন গুরুতরভাবে দগ্ধ হন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশ ও দমকলকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।