নিজস্ব সংবাদদাতা: ইরানের জনগণের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ ইসরায়েল ঘোষণা করেছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে আক্রমণ অব্যাহত রাখবে। এই পরিস্থিতিতে বহু মানুষ রাজধানী তেহরান সহ বড় শহরগুলো ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে পালিয়ে যাচ্ছেন।
তেহরানের উত্তরাংশের অভিজাত সাদাত আবাদ এলাকায় বসবাসকারী একজন বাসিন্দা জানান, তারা সারা রাত বিস্ফোরণের শব্দ শুনেছেন। কিছু বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পুরো অ্যাপার্টমেন্ট কেঁপে উঠেছিল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের পরিচয় গোপন রাখেন নিরাপত্তার কারণে।
তিনি জানান, আশপাশের একটি ভবনে আগুন লেগে গন্ধ ছড়িয়ে পড়লে বাসিন্দারা আতঙ্কে দৌড়ে নিচে নেমে আসেন। ছোট ছোট শিশুদের নিয়ে পরিবারের লোকজনকে চরম অসহায়তার মধ্যে পড়তে হয়।
তেহরানে আধুনিক বোমা শেল্টারের অভাব রয়েছে। তাই লোকজন বাধ্য হয়ে পুরনো বেসমেন্ট, টানেল বা ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় ব্যবহৃত পুরনো শেল্টারেই আশ্রয় নিচ্ছেন।
তেহরানের সিটি কাউন্সিলের চেয়ারম্যান মাহদি চামরান সাংবাদিকদের জানান, “তেহরানে আধুনিক শেল্টার নেই, তাই মানুষ বেসমেন্টেই আশ্রয় নিয়েছে। খুব জরুরি পরিস্থিতিতে মেট্রোরেল শেল্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে, তবে তখন পুরো মেট্রো সিস্টেম বন্ধ করে দিতে হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us