ধ্বংস থেকে ফের জেগে উঠছে লস্কর! পাকিস্তানে আবার সক্রিয় জঙ্গিরা

ভারতের বিমান হামলায় ধ্বংস হওয়া লস্করের সদর দফতর নতুন করে সক্রিয় হয়ে উঠছে।

author-image
Tamalika Chakraborty
New Update
laskar masjid


নিজস্ব সংবাদদাতা: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ ধ্বংস হওয়া জঙ্গি ঘাঁটি ফের মাথাচাড়া দিচ্ছে! পাক মাটিতে ফের সক্রিয় হতে শুরু করেছে লস্কর-ই-তইবা। গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, সন্ত্রাসের আবরণে এবার ধর্মীয় পুনর্গঠন ও মানবিক প্রচারের মোড়কে সংগঠনকে ফের চাঙ্গা করার চেষ্টা করছে লস্কর।

laskar masjid destroy

গোয়েন্দা সূত্রের খবরে জানা গিয়েছে, মুরিদকে-তে লস্করের প্রধান কার্যালয়ে শুক্রবারের নামাজ আবার শুরু হয়েছে। যেখানে আগে ধর্মীয় বক্তব্যের আড়ালে চলে আসত জিহাদি মগজধোলাই, সেখানেই ফের জড়ো হতে শুরু করেছে কিছু স্থানীয় সদস্য ও প্রশাসনিক কর্মী। গত ৮ মে ভারতের লক্ষ্যভেদী এয়ারস্ট্রাইকে ক্ষতিগ্রস্ত ওই নামাজঘরে ফের সশরীরে উপস্থিতির ইঙ্গিত চিন্তাজনক বলে মনে করছে গোয়েন্দা মহল।

সেই নামাজঘরেই একসময় নিয়মিত বক্তৃতা দিতেন লস্কর প্রধান হাফিজ সইদ, তাঁর ভগ্নিপতি আব্দুর রেহমান মক্কি এবং সম্প্রতি তাঁর ছেলে তালহা সইদ। সূত্রের দাবি, এখন ধর্মীয় প্রচারের আড়ালে ফের সন্ত্রাসের ছক কষছে এই কুখ্যাত সংগঠন।