লস্করের সহ-প্রতিষ্ঠাতার রহস্যময় দুর্ঘটনা, নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছেন জঙ্গি নেতা!

নিজের বাড়িতেই রহস্যময় দুর্ঘটনায় গুরুতর আহত হলেন লস্করের সহ-প্রতিষ্ঠাতা।

author-image
Tamalika Chakraborty
New Update
amir hamza

নিজস্ব সংবাদদাতা: জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা লাহোরে নিজের বাড়িতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

amir hamza

সূত্রের খবর অনুযায়ী, হামজা বাড়ির ভেতরে দুর্ঘটনার কারণে আহত হন। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে পাক তদন্তকারী সংস্থা দাবি করেছে, বাড়ির মধ্যে দুর্ঘটনার আহত হয়েছেন হামজা। গুলিবিদ্ধ হওয়া নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। উল্লেখযোগ্যভাবে, আমির হামজা লস্কর-ই-তইবার ১৭ জন প্রতিষ্ঠাতার অন্যতম বলে জানা গিয়েছে।