ইরান-ইসরায়েল সংঘর্ষের মাঝে রহস্যঘেরা গায়েবি খামেনেই অবশেষে সামনে, দেখা গেল কালো পোশাকে

ইরান-ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে বক্তব্য রাখলেন খামেনেই।

author-image
Tamalika Chakraborty
New Update
khamenei s

নিজস্ব সংবাদদাতা:  ইরান-ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। শনিবার, ৫ জুলাই তেহরানের কেন্দ্রস্থ ইমাম খোমেইনি মসজিদে এক ধর্মীয় অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

৮৬ বছর বয়সী খামেনেই গত কয়েক সপ্তাহ ধরে কোনও জনসমক্ষে আসেননি। এই সময়ের মধ্যে ইরান ও ইসরায়েল ঘন ঘন একে অপরকে হুঁশিয়ারি ও পাল্টা হামলার মাধ্যমে কার্যত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে। এমন সংকটজনক সময়ে খামেনেই-এর এই উপস্থিতি বিশ্ব রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

khamenei

আশুরার প্রাক্কালে আয়োজিত ওই শিয়া ধর্মীয় অনুষ্ঠানে তিনি কালো পোশাকে মঞ্চে উপস্থিত হন এবং ভক্তদের সঙ্গে দেখা করেন। অনুষ্ঠানে উপস্থিত জনতা তাঁকে দেখে আবেগে ফেটে পড়ে এবং একসঙ্গে স্লোগান দিতে শুরু করে, “আমাদের শিরায় যে রক্ত বইছে, তা আমাদের নেতার জন্য!”

এই দৃশ্য সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। বহুদিনের অপেক্ষার পর তাঁর প্রকাশ্যে আসা ইরানের জনগণের মধ্যে প্রবল আবেগের সৃষ্টি করে।