নিজস্ব সংবাদদাতা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইকে এখন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে। দেশের ভেতর থেকেই তাঁর প্রাণনাশের হুমকি বাড়ায়, তাঁর নিরাপত্তা এখন পরিচালনা করছে একটি অতি গোপন ও বিশেষ প্রশিক্ষিত এলিট ইউনিট—যাদের অস্তিত্ব পর্যন্ত অনেক আইআরজিসি (IRGC) অফিসারদের কাছেও অজানা ছিল। এমনটাই জানিয়েছে তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম।
৮৬ বছর বয়সী খামেনেই ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ক্ষমতায় রয়েছেন। বর্তমানে তাঁকে ২৪ ঘণ্টা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। নিরাপত্তার এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের পটভূমিতে, যেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্রও সামরিক হস্তক্ষেপ করেছে (২১ জুন থেকে)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/23/khamenei-2025-06-23-18-18-40.jpg)
সূত্র জানাচ্ছে, ইসরায়েলি গোয়েন্দারা ইতিমধ্যেই খামেনেই সরকারের একাধিক স্তরে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তাই তাঁর আশেপাশের নিরাপত্তা এমন ইউনিটের হাতে তুলে দেওয়া হয়েছে যার সম্পর্কে আগে কেউ জানতো না। এমনকি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর অভ্যন্তরেও এদের পরিচয় গোপন রাখা হয়েছিল, যাতে কোনোভাবেই 'ইনফিলট্রেশন' না ঘটে।
তেহরানের এক কর্মকর্তা বলেন, “তিনি মৃত্যুকে ভয় করেন না, তিনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই। কিন্তু সত্যি সত্যিই তাঁর প্রাণ এখন ঝুঁকিতে। তাই এই বিশেষ ইউনিট তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে।”
এই মুহূর্তে ইরানে চরম নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে, কারণ দেশের ভিতরেই নাকি খামেনেইকে সরিয়ে ‘রেজিম চেঞ্জ’-এর পরিকল্পনার গুঞ্জন বাড়ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us