লন্ডনে প্রেম নয়, সর্বনাশ! সহকর্মীকে হয়রানির অভিযোগে কেরালার ছাত্র নির্বাসনের পথে

সহকর্মীকে স্টক করে যুক্তরাজ্য থেকে নির্বাসিত হতে চলেছেন কেরালার ছাত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
Kerala student

নিজস্ব সংবাদদাতা: লন্ডন চিড়িয়াখানায় সহকর্মী এক তরুণীকে মাসের পর মাস ধরে হেনস্তা ও পিছু নেওয়ার অভিযোগে যুক্তরাজ্য থেকে নির্বাসনের মুখে পড়েছেন কেরালার ২৬ বছর বয়সী আশিস জোসে পল। একাধিকবার সতর্কতা ও গ্রেপ্তারের পরও তিনি ওই তরুণীর পিছু ছাড়েননি বলে অভিযোগ। লন্ডনের আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে, তবে শর্তসাপেক্ষে ১২ মাসের জন্য সেই সাজা স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে আবার একই অপরাধ করলে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে দশ বছরের জন্য কড়া রেস্ট্রেইনিং অর্ডার জারি করা হয়েছে।

arrested a

এ বছরের জানুয়ারি থেকে বহুবার গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছেন তিনি, কিন্তু প্রতিবারই আদালতের নির্দেশ উপেক্ষা করে ওই সহকর্মীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, তিনি আর একা থাকলে নিরাপদ বোধ করেন না।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, আশিস জোসে পল ২০২২-২০২৩ সালে অ্যাংলিয়া রাস্কিন বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে মাস্টার্স করছিলেন। সেই সময় লন্ডন চিড়িয়াখানার ক্যাফেতে কাজ করতেন, সেখানেই পরিচয় ওই তরুণীর সঙ্গে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ছয় মাস ধরে তিনি সহকর্মীকে নানা ভাবে হয়রানি করেছেন—অসংখ্য বার্তা পাঠানো, ফুল-চকলেট দেওয়া, এমনকি হঠাৎ প্রপোজ করাও এর মধ্যে ছিল। তরুণী নম্বর ব্লক করার পরও তিনি হঠাৎ কর্মস্থলে হাজির হতেন।

পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে জামিনে মুক্তি দিলেও শর্ত ছিল—কোনওভাবেই ওই নারীর সঙ্গে যোগাযোগ করা যাবে না এবং লন্ডন চিড়িয়াখানায় ফেরা যাবে না। কিন্তু সেই নির্দেশও উপেক্ষা করেছেন তিনি, যার ফলেই এবার শাস্তি আরও কঠোর হতে চলেছে।