পুলিশকে গুলি করে চার্চে ঢুকে পড়ল বন্দুকধারী! একাধিক আহত, সন্দেহভাজনের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

কেন্টাকিতে ফের ভয়াবহ বন্দুকবাজের হামলা।

author-image
Tamalika Chakraborty
New Update
gun

নিজস্ব সংবাদদাতা: কেন্টাকির লেক্সিংটন শহরে একাধিক গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ অফিসারসহ বহু মানুষ। মার্কিন গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এই খবর।

ঘটনার সূত্রপাত ঘটে যখন অভিযুক্ত এক ব্যক্তি কেনটাকি স্টেট পুলিশ (KSP)-এর এক ট্রুপারকে গুলি করে পালিয়ে যায়। এরপর সেই ব্যক্তি আশ্রয় নেয় লেক্সিংটনের রিচমন্ড রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চে। সেখানেও দুষ্কৃতীদ পরে সেখান থেকেই একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই বন্দুকধারীকে চার্চ থেকেই “নিরাপদে নিয়ন্ত্রণে” আনা হয় এবং পরে তার মৃত্যু হয়। তবে সে আত্মঘাতী হয়েছে, নাকি পুলিশের গুলিতে নিহত, তা এখনও নিশ্চিত নয়।

কতজন আহত হয়েছেন, তাঁদের চোট কতটা গুরুতর, কিংবা অভিযুক্ত ছাড়া আর কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।

dead

লেক্সিংটন পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। গোয়েন্দারা তদন্ত করে দেখছেন, এই ঘটনায় কারও সঙ্গে তার কোনো ব্যক্তিগত যোগসূত্র ছিল কি না এবং তার উদ্দেশ্য কী ছিল।

পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং চার্চ চত্বরে নজরদারি চলছে। স্থানীয় বাসিন্দাদের এখনই ঐ এলাকার আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।