৫ বছরের মধ্যে কাবুলে এক ফোঁটা জলও থাকবে না! বিজ্ঞানীদের ভয়াবহ সতর্কবার্তা, হুমকির মুখে ৭০ লক্ষ প্রাণ

পাঁচ বছরের মধ্যে জল শূন্য হয়ে যাবে আফগানিস্তানের রাজধানী কাবুল।

author-image
Tamalika Chakraborty
New Update
kabul waterless


নিজস্ব সংবাদদাতা: আফগানিস্তানের রাজধানী কাবুল শহর ক্রমশ এক বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মর্সি কর্পস-এর সাম্প্রতিক এক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে—মাত্র পাঁচ বছরের মধ্যেই কাবুল হতে পারে আধুনিক বিশ্বের প্রথম শহর, যেখানে এক ফোঁটা জলও থাকবে না।

রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর কাবুলে প্রাকৃতিক উপায়ে যত জল পুনর্ভরণ হয়, তার থেকে ৪৪ মিলিয়ন ঘন মিটার বেশি জল তোলা হচ্ছে মাটির নিচ থেকে। এই প্রবণতা গত এক দশকে শহরের ভূগর্ভস্থ জলের স্তর ২৫ থেকে ৩০ মিটার (প্রায় ৮২ থেকে ৯৮ ফুট) নিচে নেমে গেছে।

kabul

এই জল সংকট এখন আর শুধু পরিবেশগত ইস্যু নয়, বরং সরাসরি মানুষের অস্তিত্বের প্রশ্ন তুলে দিচ্ছে। যদি এই জল উত্তোলনের হার এভাবেই চলতে থাকে, তবে ২০৩০ সালের মধ্যেই কাবুলের সমস্ত একুইফার (ভূগর্ভস্থ জলাধার) সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে পারে। অর্থাৎ ৭০ লক্ষ মানুষের বাসভূমি হয়ে উঠবে বসবাসের অযোগ্য এক মরুভূমি।

বিশেষজ্ঞদের মতে, জল ব্যবস্থাপনা না বদলালে এবং অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না নিলে কাবুল শহর পড়বে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আগামী প্রজন্মের জন্য পানীয় জল পাওয়ার সুযোগই থাকবে না।