ট্রাম্পের পরিকল্পনা মুখ থুবড়ে পড়লো! জন্মসূত্রে নাগরিকত্ব রক্ষা পেল আদালতের হস্তক্ষেপে

আমেরিকার বোস্টনের ফেডারেল আদালত জানিয়েছে, মার্কিন মুলুকে জন্ম নিলে তাঁদের নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
birth righ citizenship

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার ট্রাম্প প্রশাসনের উদ্যোগকে ‘অবৈধ’ এবং ‘যুক্তিহীন’ আখ্যা দিয়ে তা বন্ধ করে দিলেন ফেডারেল বিচারক।  বোস্টনের ফেডারেল আদালতের বিচারপতি লিও সোরোকিন এই রায়ে স্পষ্ট জানান, এই আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধান লঙ্ঘন করে এবং আইনের দৃষ্টিতে সম্পূর্ণরূপে অযৌক্তিক।

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ছিল, অবৈধ বা অস্থায়ী অভিবাসী বাবা-মায়ের সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব বন্ধ করা। তবে বিচারপতি সোরোকিন এই পদক্ষেপে স্থগিতাদেশ জারি করে জানান, এটি যুক্তরাষ্ট্রের আইনি কাঠামো ও নাগরিক অধিকারের পরিপন্থী।

এটাই প্রথম নয়—এর আগে আরও দুটি ফেডারেল আদালত এই বিতর্কিত নির্বাহী আদেশ বন্ধ করেছে। যদিও সম্প্রতি সুপ্রিম কোর্ট ন্যাশনাল ইনজাংশনের ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করেছিল, তবে বিচারপতি সোরোকিন জানিয়েছেন, এই মামলাটি তার ব্যতিক্রম।

trump

তিনি বলেন, এই আদেশ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের অন্তত এক ডজন রাজ্যকে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়তে হতো। কারণ এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাসিন্দারা সহজেই চলে যেতে পারেন, ফলে "টুকরো টুকরো নিষেধাজ্ঞা" দিয়ে এই আদেশের প্রভাব ঠেকানো সম্ভব নয়। ট্রাম্প প্রশাসনও ব্যাখ্যা দিতে পারেনি কীভাবে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই রায় জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।