/anm-bengali/media/media_files/2025/10/04/japan-pm-q-2025-10-04-12-47-35.png)
নিজস্ব সংবাদদাতা: তাকাইচি দীর্ঘদিন ধরে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার-কে নিজের অনুপ্রেরণা বলে উল্লেখ করে আসছেন। তাঁর এই বিজয়কে অনেকেই বলছেন — “জাপানের ‘আয়রন লেডি’ আসছেন!”
বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-এর স্থলাভিষিক্ত হতে এখন তাকাইচির সামনে শেষ ধাপটি হলো জাপানের পার্লামেন্ট ভোট, যা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সংসদে তাকাইচির দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায়, তাঁর প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/04/japan-pm-2025-10-04-12-48-03.png)
গত বছর একই দলের নেতৃত্ব নির্বাচনে তাকাইচি ইশিবার কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু এই বছর তিনি দলের আস্থা ও জনসমর্থন দুটোই পুনরুদ্ধার করেছেন। তাঁর সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো দ্রুত মূল্যবৃদ্ধি ও জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ মোকাবিলা করা, কারণ বিরোধী দলগুলো ইতিমধ্যেই বড় আর্থিক সহায়তা পরিকল্পনা ও কঠোর অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে।
তাকাইচির জয়কে শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং জাপানের লিঙ্গবৈষম্য ভাঙার ঐতিহাসিক পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us