/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
নিজস্ব সংবাদদাতা: জাপানের উপকূলে গভীর রাতে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ও পূর্ব জাপান। রাত ১১টা ১৫ মিনিটে আঘাত হানা এই কম্পনের পরই জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি সুনামি সতর্কতা জারি করে। হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রদেশের জন্য সতর্কতা জারি হয়েছে, যেখানে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমের নানা ভিডিওতে দেখা গেছে, ঝাড়বাতি দুলছে, গাড়ি কাঁপছে এবং অনেকেই জানাচ্ছেন যে ভূমিকম্প এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/17/WiAUC6s7AtTmdd3hyvpp.webp)
এর আগে অক্টোবর মাসেও হোনশুর পূর্ব উপকূলে ৬.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল, তবে সে সময়ে কোনও বড় ক্ষতি হয়নি।
জাপানে ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ এর ভৌগোলিক অবস্থান। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত, যেখানে প্রশান্ত, ফিলিপাইন সি, ইউরেশীয় ও উত্তর আমেরিকান—চারটি টেকটোনিক প্লেটের সংঘর্ষে ভূকম্পন প্রায় নিয়মিত। প্লেটগুলোর চাপ ও পরস্পরের নিচে ঢুকে যাওয়ার (সাবডাকশন) প্রক্রিয়া থেকেই এ ধরনের শক্তিশালী ভূমিকম্প বারবার ঘটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us