/anm-bengali/media/media_files/2025/07/08/itali-airport-2025-07-08-19-38-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইতালির মিলানের বারগামো বিমানবন্দরে ঘটেছে এক মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা, যা মুহূর্তেই স্তব্ধ করে দেয় গোটা বিমান চলাচল। মঙ্গলবার সকালে, স্পেনের উদ্দেশ্যে রওনা হতে যাওয়া ভোলোটিয়া এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে ঢুকে যায় এক ব্যক্তি, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, সকাল ১০টা ২০ মিনিট নাগাদ (স্থানীয় সময়) একটি এয়ারবাস A319 বিমান যখন রানওয়ে ধরে এগোচ্ছিল, তখন হঠাৎ এক ৩৫ বছর বয়সী যুবক দৌড়ে বিমানের দিকে ছুটে আসে এবং তার শরীর সোজা ঢুকে পড়ে সক্রিয় ইঞ্জিনের মধ্যে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মিলান বারগামো বিমানবন্দরের সমস্ত উড়ান অপারেশন বন্ধ রাখা হয় দুপুর ১২টা পর্যন্ত।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত SACBO (যারা বিমানবন্দর পরিচালনার দায়িত্বে)–এর বিবৃতিতে বলা হয়েছে, “ট্যাক্সিওয়ের একটি সমস্যার কারণে ১০টা ২০ মিনিটে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরে দুপুর ১২টায় আবার চালু হয় বিমান চলাচল।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
প্রত্যক্ষদর্শীরা ও তদন্তকারীরা জানিয়েছেন, নিহত ব্যক্তি কোনো যাত্রী ছিলেন না, এমনকি তিনি বিমানবন্দরের কোনো কর্মীও নন। প্রাথমিক অনুমান, তিনি নিরাপত্তা পেরিয়ে ব্যাগেজ ক্লেইম এলাকার একটি দরজা দিয়ে রানওয়েতে ঢুকে পড়েন। কিছু সূত্রের দাবি, ওই ব্যক্তি পুলিশের ধাওয়া খাচ্ছিলেন এবং সেই সময়েই ঘটনার সূত্রপাত।
এই ভয়ংকর ঘটনাটি ঘিরে ইতালির বিমানবন্দর সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us