নেতানিয়াহুর শরীরে নতুন জটিলতা! কী অবস্থা এখন ইসরায়েলের শক্তিমান নেতার?

গুরুতর অসুস্থ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

author-image
Tamalika Chakraborty
New Update
israel pm .jpg

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন খাদ্য বিষক্রিয়ার কারণে। রবিবার তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে অন্ত্রের সংক্রমণ ও জলশূন্যতায় ভুগছেন এবং তাঁকে ইনট্রাভেনাস ফ্লুইড দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী তিনদিন তিনি নিজ বাড়িতে বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দেশের কার্যক্রম পরিচালনা করবেন।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার গভীর রাতে অসুস্থ বোধ করেন। এরপর চিকিৎসা পরীক্ষায় তার শরীরে অন্ত্রের প্রদাহ ধরা পড়ে। তার শরীরে জলের স্বল্পতাও ছিল, যার কারণে দ্রুত চিকিৎসা শুরু হয়।

Benjamin Netanyahu

উল্লেখ্য, ২০২৩ সালে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয় এবং ডিসেম্বরে প্রস্রাবনালিতে সংক্রমণ ধরা পড়লে তাঁর প্রস্টেট গ্রন্থি অস্ত্রোপচার করে সরানো হয়। এর আগেও শারীরিক নানা জটিলতায় ভুগেছেন তিনি।

নেতানিয়াহুর হঠাৎ অসুস্থতা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিলেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।