/anm-bengali/media/media_files/2025/08/18/israeli-protest-2025-08-18-00-12-21.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার রাতে তেল আভিভের হোস্টেজেস স্কয়ারে প্রায় ৩ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছেন। আয়োজকদের দাবি, এটি গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি।
প্রতিবাদকারীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করেন, ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন এবং দেশের বিভিন্ন শহরে বিশাল সমাবেশ করেন। এই সারাদেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের মূল দাবি— গাজায় আটক ৫০ জন বন্দিকে দ্রুত মুক্ত করা।
সরকারি মন্ত্রীদের বাসভবনের সামনেও প্রতিবাদ হয়েছে। আয়োজকদের হিসাব অনুযায়ী, রবিবার সারা দেশে কয়েক লাখ মানুষ এই ধর্মঘটে অংশ নেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/16/1000142754.jpg)
প্রতিবাদ শুরু হয় সকাল ৬টা ২৯ মিনিটে— সেই একই সময়ে, যেদিন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ওপর ভয়াবহ হামলা চালিয়েছিল।
বন্দিদের পরিবারের সদস্যরা “অক্টোবর কাউন্সিল”-এর সঙ্গে মিলিত হয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। এক মা, আনাত এঙ্গরেস্ট, যার ছেলে মাতান গাজায় বন্দি, আবেগঘন কণ্ঠে বলেন—
“আজ আমরা সবকিছু থামিয়ে দিয়েছি ৫০ জন বন্দি ও সৈনিকের জীবন বাঁচাতে। আজ আমরা সবকিছু বন্ধ করেছি মানুষের জীবনের মর্যাদা মনে করিয়ে দিতে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us