নিজের কবর নিজেই খুঁড়ছে! হামাসের টানেলে জীবন্ত কঙ্কাল ইসরায়েলি যুবক—ভিডিও দেখে কেঁদে উঠছে দুনিয়া!

হামাসের টানেলে নিজের কবর খুঁড়ছে ইসরায়েলি বন্দি। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে বীভৎস ছবি।

author-image
Tamalika Chakraborty
New Update
israeli hostage video

নিজস্ব সংবাদদাতা: গাজার অন্ধকার টানেলে বন্দি ২৪ বছর বয়সী ইসরায়েলি তরুণ এভিয়াতার ডেভিডের শিউরে ওঠানো ভিডিও শুক্রবার প্রকাশ করেছে হামাস। ভিডিওতে কঙ্কালসার হয়ে পড়া এভিয়াতারকে দেখা যায় নিজের হাতেই মাটি খুঁড়ে কবর তৈরি করতে—যা সে নিজেই বলছে, “এটাই হতে চলেছে আমার কবর।”

ভিডিওতে কাঁপা কণ্ঠে সে জানায়, “অনেকদিন হলো আমি কিছু খাইনি, জল পর্যন্ত ঠিকমতো জোটেনি। প্রতিদিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আমি জানি, আমি মরতে চলেছি।” এভিয়াতারকে ২০২৩ সালের ৭ অক্টোবর, দক্ষিণ ইসরায়েলের একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহরণ করে হামাস। ওই দিনেই হামাস ২৫১ জনকে বন্দি করেছিল। এখনও গাজায় ৪৯ জন বন্দি রয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৭ জনকে মৃত বলে মনে করছে ইসরায়েল।

sraeli hostage

শনিবার, এভিয়াতারের পরিবার এক আবেগঘন বিবৃতি দিয়ে জানায়, “আমরা নিজের চোখে দেখছি—আমাদের প্রিয় ছেলে ও ভাই এভিয়াতারকে ধীরে ধীরে ক্ষুধায় মেরে ফেলা হচ্ছে। হামাসের গোপন টানেলে সে যেন জীবন্ত কবরেই বন্দি!” তারা ইসরায়েল সরকার ও আন্তর্জাতিক সমাজের প্রতি আবেদন জানিয়েছে, “এভিয়াতারকে বাঁচাতে যতটা সম্ভব, সবকিছু করতে হবে। সময় ফুরিয়ে যাচ্ছে।”

এই হৃদয়বিদারক ঘটনার পর মানবাধিকার সংগঠনগুলিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বন্দিদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণকে ‘মানবতা-বিরোধী অপরাধ’ বলে আখ্যা দিয়েছে অনেকেই।