নিজস্ব সংবাদদাতা: গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের প্রতি চুক্তিতে সম্মতির আহ্বান জানিয়ে শনিবার দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তেল আবিবের জাদুঘরের সামনে জমায়েতে বক্তব্য রাখেন ইজরায়েলি সেনা বাহিনীর প্রাক্তন মহিলা সেনা না’আমা লেভি, তিনি জানুয়ারিতে এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পেয়েছিলেন। তার আগে তিনি হামাসের হাতে বন্দি ছিলেন।
/anm-bengali/media/media_files/bTGqCdbT4GqxKVKeqdvx.jpg)
না’আমা তাঁর বন্দিদশার বর্ণনায় জানান, "প্রতিনিয়ত গোলাগুলির শব্দ, বিস্ফোরণের আওয়াজে মনে হতো যেন এবারই শেষ। প্রতিদিন মনে হতো পালাতে হবে, কোথাও গা ঢাকা দিতে হবে। এমন সময়ও গিয়েছে, যখন দিনভর কিছুই খেতে পাইনি। এমনকি একদিন জল পর্যন্ত ছিল না। তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়। আমার পাহারায় যারা ছিল একটা হাঁড়ি বাইরে রেখে দেয়, আর সেই হাঁড়িতে বৃষ্টির জল জমে। আমি সেই জল খেয়ে চাল ফুটিয়ে খেয়েছিলাম। ওই এক হাঁড়ি ভাতই আমাকে বাঁচিয়ে দিয়েছিল।"
প্রায় ১৫০০ জনের সামনে তাঁর এ বয়ান সবাইকে আবেগপ্রবণ করে তোলে। উপস্থিত জনতা শান্তিপূর্ণ সমাধান ও মানবিকতার পক্ষে স্লোগান তোলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us