New Update
নিজস্ব সংবাদদাতা: এবার ইজরায়েল নতুন করে ইয়েমেন হামলার পরিকল্পনা করছে মনে করা হচ্ছে। রবিবার ইজরায়েলের সেনাবাহিনী ইয়েমেনের তিনটি বন্দর খালি করার বিষয়ে সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকা ও হুতিদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তিতে ইজরায়েল ছিল না। তবে এই চুক্তির পর ইজরায়েল জানায়, তারা নিজেদের রক্ষা করবে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আরবি মিডিয়ার মুখপাত্র আভিচায় আদরাই সোশ্যাল মিডিয়ায় রাস ইসা, হোদেইদাহ এবং সালিফ বন্দর খালি করার জন্য জনগণকে সতর্ক করেছেন। ইয়েমেন থেকে ইজরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র চালায়। যদিও ইজরায়েল তা প্রতিহত করেছে। তবে প্রত্যাঘাত হানতে বড় ধরনের কোনও অভিযান ইজরায়েলের সেনাবাহিনী করতে চলেছে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/media_files/bTGqCdbT4GqxKVKeqdvx.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us