নিজস্ব সংবাদদাতা: সোমবার দুপুরে ইজরায়েলের সেনাবাহিনী (IDF) ইরানের পশ্চিম তেহরানে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম।
ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাএটজ জানিয়েছেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনকে লক্ষ্য করেই পরবর্তী হামলা চালানো হবে বলে পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, "ইরানি প্রচারযন্ত্র ও উস্কানির কেন্দ্র এবার নিশ্চিহ্ন হতে চলেছে।" এরই মধ্যে তেহরানের ওই অঞ্চলের বাসিন্দাদের সরানোর কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/31/ZETpCnwDOzxVlw1NF6Bv.jpg)
একইসঙ্গে IDF-এর আরব মুখপাত্র আভিচাই আদরেই, ফারসি ভাষায় (পার্সিয়ান) এক সোশ্যাল মিডিয়া পোস্টে তেহরানের তৃতীয় জেলায় বসবাসকারী সাধারণ মানুষদের দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেন। ইজরায়েলি সেনা এই বার্তায় পরিষ্কার জানিয়ে দিয়েছে, এলাকাটি আরও বড় হামলার লক্ষ্যে পরিণত হতে পারে।
এখনও পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকে এই হামলার প্রতিক্রিয়া বা বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মধ্যপ্রাচ্যে ফের একবার যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে চলেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
🔴 هشدار فوری به کلیه أفراد حاضر در ناحیه مشخص شده نقشه ضمیمه در منطقه ۳ تهران.
— افيخاي ادرعي (@AvichayAdraee) June 16, 2025
⭕️ شهروندان گرامی، بمنظور امنیت شما خواهشمندیم از ناحیه مذکور در منطقه ۳ تهران فورا خارج گردید.
⭕️ طی ساعات آینده ارتش اسرائیل در این ناحیه همچنان که طی روزهای اخیر در محدوده تهران عمل نموده است،… pic.twitter.com/8WkxfGQnKN
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us