/anm-bengali/media/media_files/2025/09/07/drone-attack-2025-09-07-23-14-50.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো একাধিক ড্রোনের মধ্যে একটি রামন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানল, যা রেড সি-র কাছে অবস্থিত ইলাত শহরে। ঘটনার কারণে স্থানীয় কর্তৃপক্ষ সাময়িকভাবে এয়ারস্পেস বন্ধ করতে বাধ্য হয়।
ইসরায়েল এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, ড্রোনটি বিমানবন্দরের যাত্রী হলে আঘাত হানে। এক ব্যক্তি আহত হয়েছেন বলে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে। হামলার কারণে কিছু বিমান চলাচল ব্যাহত হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/07/israel-airport-2025-09-07-23-15-46.jpg)
ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগকে দেশের বায়ু প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে। তবে অন্তত একটি ড্রোন প্রতিরক্ষা এড়িয়ে রামন বিমানবন্দরে ক্ষতি করেছে।
রামন বিমানবন্দর ২০১৯ সাল থেকে কার্যকর এবং এটি ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের পাশাপাশি একটি সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করে। হামলা ইসরায়েলের সীমানার মধ্যে হুতির ড্রোনের হামলার হুমকিকে আরও বাড়িয়ে দিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us