/anm-bengali/media/media_files/2025/06/24/2025-03-08t162349z-1598655647-rc249da7mnvt-rtrmadp-3-usa-iran-trump-khamenei-2025-06-24-21-56-01.jpeg)
নিজস্ব সংবাদাতা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনিকে প্রকাশ্যেই ব্যক্তিগত হুমকি দিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। র্যামন বিমানঘাঁটি থেকে এক ঘোষণায় তিনি বলেন, “যদি খামেনি ইজরায়েলকে ধ্বংসের হুমকি দিতে থাকেন, তাহলে আমাদের দীর্ঘ বাহু এবার ওঁকে ‘ব্যক্তিগতভাবে’ স্পর্শ করবে।”
ইজরায়েলের এই তীব্র বার্তা সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। কাটজ বলেন, “আমি স্বয়ং খামেনিকে বলতে চাই — যদি আবার ইজরায়েলকে হুমকি দেন, তবে আমাদের হাত এবার আরও জোরে ইরান ছুঁবে। এবং এবার তা তোমার কাছে পৌঁছাবে। আমাদের হুমকি দিয়ো না, না হলে ক্ষতি হবেই।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NpZyXl2JuxS2Pmp6Rnto.jpg)
সম্প্রতি ইজরায়েলের সামরিক অভিযানে ‘অপারেশন রাইজিং লায়ন’-এর সাফল্যের কথাও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে তিনি বলেন, “তেহরানের আকাশ উন্মুক্ত করে শত্রুদের নিশ্চিহ্ন করার অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে আমাদের বিমানবাহিনী।”
অভিযানটি ইরান থেকে আসা ‘অস্তিত্ব ধ্বংসের’ হুমকি সরাতে বড় ভূমিকা রেখেছে বলে দাবি করা হয়।
বিশ্ব রাজনীতিতে এই মন্তব্য নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে। ইজরায়েল ও ইরানের সম্পর্ক এমনিতেই চরম শত্রুতা ও সন্দেহে পূর্ণ — এবার প্রকাশ্যে ‘ব্যক্তিগত হামলার’ হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলেই মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us