গাজা নিয়ে ঘুরল যুদ্ধের মোড়! ‘আন্তর্জাতিক চাপেই থেমেছে ইসরায়েল’, বলছেন প্রাক্তন সেনা মুখপাত্র!

সাময়িক ভাবে গাজায় যুদ্ধ বিরতির ঘোষণার পরেই বিস্ফোরক ইসরায়েলের প্রাক্তন সেনা মুখপাত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
Gaza

নিজস্ব সংবাদদাতা: গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুবিধার্থে নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (IDF)। রবিবার IDF এই “ট্যাকটিক্যাল পজ” ঘোষণার পর প্রাক্তন মুখপাত্র জোনাথন কনরিকাস এক বিস্ফোরক মন্তব্য করে বলেন, “এই সিদ্ধান্ত প্রমাণ করে ইসরায়েল আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করেছে।”

Gaza

 এক সাক্ষাৎকারে কনরিকাস বলেন, “ইসরায়েলের এই সাময়িক পিছু হটা আন্তর্জাতিক চাপের সরাসরি ফল। এটা ইঙ্গিত দিচ্ছে যে এখন ইসরায়েল তার সামরিক কৌশলে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।”

গাজার ভয়াবহ মানবিক সংকট, খাদ্যাভাব ও অনাহারের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। প্রতিদিন নির্ধারিত সময়ে এবং এলাকায় এই সামরিক বিরতি কার্যকর হবে যাতে ত্রাণ সরবরাহ নির্বিঘ্নে চলতে পারে।