যুদ্ধবিরতির মধ্যেই বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান! ফের উত্তপ্ত ইরান-ইসরায়েল সংঘর্ষ

যুদ্ধবিরতির মধ্যে ফের ইসরায়েলের হামলা তেহরানে।

author-image
Tamalika Chakraborty
New Update
israel attacks iran  a


নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং তেলআভিভ আর কোনও হামলা চালাবে না, ঠিক তার কয়েক মিনিট পরই তেহরানে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আকাশ। মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক ঘোষণা মিলিয়ে যাওয়ার আগেই ফের উত্তপ্ত হল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি।

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের একটি রাডার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, কারণ ইরান দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে তেলআভিভ।

অ্যাক্সিওস-এর রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে সাফ জানিয়ে দেন, তিনি এই প্রতিরোধমূলক হামলা “বাতিল করতে পারবেন না।” নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতি স্বত্বেও ইরান প্রথম আক্রমণ করায় প্রতিক্রিয়া জানানো ছাড়া উপায় ছিল না।

Israel

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এমনটাই দাবি ইসরায়েলের। উত্তর ইসরায়েলে এয়ার সাইরেন বেজে ওঠে, আতঙ্কে লোকজন আশ্রয়কেন্দ্রে ছুটে যান।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, “ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তাই আমরা আমাদের সেনাবাহিনীকে কঠোর জবাব দিতে নির্দেশ দিয়েছি।” তিনি আরও বলেন, তেহরান যেভাবে হামলা চালিয়েছে, তার পরিণতি তারা বুঝতে পারবে।

পরিস্থিতি এতটাই দ্রুত মোড় নিচ্ছে যে, আন্তর্জাতিক মহলে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।