New Update
/anm-bengali/media/media_files/WTr6mpKsybq91949DV50.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের সেনাবাহিনী গাজায় রাষ্ট্রসংঘের গাড়ি আটক করেছে। অন্যদিকে, ইজরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, সন্দেহভাজন প্যালেস্তাইনের বহু নাগরিক সেখানে উপস্থিত ছিলেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ইজরায়েলের সেনাবাহিনী গিয়েছিল। রাষ্টসংঘের গাড়িটি পোলিও টিকার কাজে ব্যবহার করা হচ্ছিল না বলে জানা গিয়েছে। রাষ্ট্রসংঘের কর্মীদের দায়িত্ব পরিবর্তন করার জন্য ব্যবহার করা হচ্ছিল।
/anm-bengali/media/media_files/tcXzr4O4ISiyUtaOq0hr.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us