/anm-bengali/media/media_files/2025/06/22/hostage-israel-2025-06-22-21-39-39.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে গাজা উপত্যকা থেকে তিনজন ইজরায়েলি বন্দির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে একটি বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে ইয়োনাতান সামরানো, ওফরা কেদার এবং স্টাফ সার্জেন্ট শাই লেভিনসনের দেহ উদ্ধার করে ইজরায়েলি বাহিনী।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “এই সফল অভিযানের জন্য আমি আমাদের কমান্ডার ও সৈন্যদের ধন্যবাদ জানাই। তাঁদের সাহস ও অটল সংকল্পে আমরা আবারও প্রমাণ করলাম, প্রতিটি জিম্মির জন্য আমাদের লড়াই চলবে।”
এই উদ্ধার অভিযানের সময় ইজরায়েলি সেনারা গাজা উপত্যকার একাধিক জায়গায় অভিযান চালায়। সেনাবাহিনী জানিয়েছে, তিনটি মৃতদেহই এমন জায়গা থেকে উদ্ধার করা হয় যেখানে হামাস বন্দিদের আটক করে রেখেছিল বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানের পর মৃতদেহগুলো শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিকভাবে পরিবারদের খবর দেওয়া হয়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/bTGqCdbT4GqxKVKeqdvx.jpg)
গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েল প্রতিনিয়ত গাজা থেকে বন্দিদের খোঁজে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। শুধু জুন মাসেই এখন পর্যন্ত আটজন বন্দির দেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর মতে, আরও বহু বন্দি গাজার ভেতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর বহু ইজরায়েলি নাগরিক ও সেনাকে অপহরণ করা হয়। সেই সময় থেকে এখন পর্যন্ত অনেকে নিহত হয়েছেন, কেউ কেউ এখনও নিখোঁজ।
ইজরায়েলি সরকার জানিয়েছে, তারা প্রতিটি বন্দির জীবিত বা মৃত, উভয় অবস্থাতেই দেশে ফিরিয়ে আনার জন্য সংকল্পবদ্ধ। এই অভিযানে সফলতা পেলেও, নেতানিয়াহু আবারও জানিয়েছেন যে “লড়াই এখনও শেষ হয়নি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us