নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার জানিয়েছেন, গাজা থেকে থাই বন্দি নাত্তাপং পিন্টার মৃতদেহ উদ্ধার করেছে সেনাবাহিনী। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার সময় তাঁকে অপহরণ করা হয়েছিল।
গাজার সশস্ত্র গোষ্ঠী ‘মুজাহিদিন ব্রিগেডস’-এর কাছে তাঁর মৃতদেহ ছিল এবং তা দক্ষিণ গাজার রাফাহ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। থাইল্যান্ডে তাঁর পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/bTGqCdbT4GqxKVKeqdvx.jpg)
পিন্টা একজন শ্রমিক ছিলেন এবং তিনি ইসরায়েলি সীমান্তের কাছে কিবুত্স নির ওজ নামক একটি ছোট গ্রামে কাজ করতেন। এই গ্রামটি হামাসের আক্রমণের অন্যতম প্রধান লক্ষ্য ছিল, যেখানে প্রতি চারজন বাসিন্দার মধ্যে একজন নিহত বা অপহৃত হয়েছিল।