দুই বছরের রক্তক্ষয় শেষে ঐতিহাসিক চুক্তি! সোমবারই মুক্তি পাচ্ছেন ইসরায়েলি বন্দিরা

দীর্ঘ দুই বছরের সংঘর্ষ শেষে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছল ইসরায়েল ও হামাস। সোমবার সকালে রেড ক্রসের মাধ্যমে ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
israeli hostage

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির আলো দেখা গেল গাজায়। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এই প্রথমবারের মতো যুদ্ধবিরতির পথে এগোল দুই পক্ষ। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান রবিবার জানিয়েছেন, “আমরা আমাদের সব বন্দি মুক্তির থেকে কয়েক ঘণ্টার দূরত্বে আছি। শনিবার রাত থেকেই ইসরায়েল প্রস্তুত তাদের গ্রহণ করার জন্য।”

ইসরায়েলের তরফে জানানো হয়েছে, সোমবার ভোরেই রেড ক্রসের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হবে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দিকে। ছ’ থেকে আটটি গাড়িতে করে তাঁদের ইসরায়েলে ফেরানো হবে। বেদরোসিয়ান বলেন, “আমরা আশা করছি, সোমবার ভোরে একসঙ্গে সব বন্দিকে মুক্তি দেওয়া হবে।”

Hamas

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও রবিবার এক বিবৃতিতে বলেন, “আমাদের বন্দিরা যেন অবিলম্বে দেশে ফিরে আসতে পারে, সেই প্রস্তুতি সম্পূর্ণ।” ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, বন্দি ও নিখোঁজদের তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গাল হির্শের সঙ্গেও এই বিষয়ে সরাসরি কথা বলেছেন নেতানিয়াহু।

উল্লেখ্য, ২০২২ সালের সংঘর্ষের পর থেকেই গাজা উপত্যকায় অব্যাহত ছিল হামাস ও ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই। দুই বছরের সেই ভয়াবহ সংঘাতের পর অবশেষে আলোচনার মাধ্যমে বন্দি বিনিময়ের সিদ্ধান্তকে ‘ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত’ হিসেবে দেখছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।

রেড ক্রসের মাধ্যমে বন্দিদের ফেরানো প্রক্রিয়া সোমবার ভোর থেকেই শুরু হবে। ইসরায়েলি সেনা সূত্রে খবর, সব বন্দিকে নিরাপদে দেশে ফেরাতে প্রস্তুত রয়েছে প্রশাসন।