New Update
/anm-bengali/media/media_files/58N6jKEZ50ZIg1D5E3oI.jpg)
নিজস্ব সংবাদদাতা: বন্দি অবস্থায় মারা যাওয়া প্যালেস্তাইনের বন্দির পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে শোক পালনের ব্যবস্থা করা হয়। সেখানে ইজরায়েলি পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলাট আক্রমণটি দাক্কা শহরের বাকা আল-গারবিয়েতে হয়েছে বলে জানা গিয়েছে। এটি ওয়েস্ট ব্যাঙ্কের সীমান্তে অবস্থিত একটি শহর। দাক্কাহ ১৯৮৬ সাল থেকে ইজরায়েলের অধীনে।ইজরায়েলি কর্তৃপক্ষ তার কর্তৃত্ব ছাড়তে প্রথম থেকে অস্বীকার করে।
/anm-bengali/media/media_files/3aqNtZNI59sZMUXIanwv.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us