/anm-bengali/media/media_files/NpZyXl2JuxS2Pmp6Rnto.jpg)
নিজস্ব সংবাদদাতা:গাজায় চলমান ভয়াবহ বিমান ও স্থল হামলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলে তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে যেতে রাজি। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, “এই মুহূর্তেও দোহায় আমাদের প্রতিনিধিদল একটি সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা করছে। এই যুদ্ধ বন্ধের উদ্দেশ্যেই এই সমঝোতা চুক্তি করতে চাইছি আমরা।’’
/anm-bengali/media/media_files/2025/04/21/4NADNoe1W2PXR3VXa6hV.webp)
নেতানিয়াহুর দেওয়া তিনটি শর্ত হলো, সব পণবন্দিদের মুক্তি দিতে হবে, হামাস জঙ্গিদের নির্বাসনে পাঠাতে হবে এবং গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ করতে হবে। প্রসঙ্গত, মনে করা হচ্ছে, বর্তমানে হামাসের হাতে ২৫ জন বন্দি রয়েছেন, যার মধ্যে ২৩ জন জীবিত আছেন। হামাস জানিয়েছে, তারা শুধু ইসরায়েলি যুদ্ধবিরতির বিনিময়েই বন্দিদের মুক্তি দেবে।
কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি ও চুক্তির বিষয়ে আলোচনার প্রক্রিয়া এখনও চলছে, তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। ইসরায়েল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত তারা নতুন কোনও সামরিক অভিযান শুরু করবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us