খামেনেইর গদি টলছে? সেনাপ্রধান খুন, পরমাণু প্ল্যান ধ্বংস—ইরানে একের পর এক বিপর্যয়!

ইসরায়েল খামেনেইকে হত্যা করতে বদ্ধ পরিকর।

author-image
Tamalika Chakraborty
New Update
khameni

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানের শাসনব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।  ইসরায়েলের লক্ষ্য শুধু সামরিক নয়—তারা ইরানের ভেতরে এমন একটি চেইন রিঅ্যাকশন শুরু করতে চায়, যাতে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হয় এবং শেষ পর্যন্ত আয়াতুল্লাহ খামেনেইর শাসন ক্ষমতা ভেঙে পড়ে।

এই আক্রমণে ইসরায়েল ইতিমধ্যেই ইরানের সামরিক কাঠামোকে বড় ধাক্কা দিয়েছে। ইরানি সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে।

ISRAEL ARMY .jpg

ইসরায়েল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের হামলা এখানেই শেষ নয়। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর তারা আরও বড় প্রতিশোধ নিতে প্রস্তুত। এমনকি ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলার কথাও খোলাখুলি বলা হয়েছে—ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, “শীর্ষ নেতাকে হত্যার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।”

ইসরায়েলি হামলায় ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র নাতাঞ্জে ব্যাপক ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় স্থাপনায় গঠনগত ভেঙে পড়া হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এই হামলায় বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হন, যা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক মাস বা এমনকি কয়েক বছর পিছিয়ে দিয়েছে।